১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা নগরীর ১০ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সৈয়দ বদরুদ্দোজা টিপু।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহারের নির্দেশনা অনুযায়ী নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনির আয়োজনে ১৪ শত হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।

রবিবার দুপুরের ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে করোনা মহামারী পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্র ১৪শত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী তুলে দেন এমপি বাহার।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেল, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য শরিফুল ইসলাম খন্দকার বাদল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ আরো অনেকে।

এমপি বাহার বলেন, করোনা মহামারী সংকটের সময় সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা, নিজেকে সচেতন রাখতে হবে।

আরো দেখুন
error: Content is protected !!