২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপিন্সে সামরিক বিমান দুর্ঘটনায় ২৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপিন্সের কর্মকর্তারা জানান, রবিবার সেনা সদস্যদের বহনকারী এই সামরিক পরিবহন বিমান রানওয়ে হারিয়ে ফেলে, মাটিতে আঘাত হানলে, তাতে আগুন লেগে বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত, ২৯জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে এবং প্রায় ৫০জন আহত হয়েছেন।

C-130 হারকুইলিস পরিবহন বিমানটিতে প্রায় ১০০ জন আরোহী ছিলেন, যাদের বেশি ভাগই ছিলেন সম্প্রতি গ্রাজুয়েট হওয়া সেনা সদস্য। বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের চেষ্টা চালাচ্ছিল।

সুলু টাস্ক ফোর্সের কমান্ডার, জেনারেল উইলিয়াম গোঞ্জালেজ বলেন, বিমানটি প্রজ্জলিত হওয়ার আগে বহু সেনা সদস্য বিমান থেকে লাফিয়ে পড়েন। তিনি বলেন, সামরিক বিমান দুর্ঘটনার ক্ষেত্রে এটি এক মর্মান্তিক দুর্ঘটনা।

বিমান বাহিনীর একজন মুখপাত্র জানান, দুর্ঘটনার তদন্ত শুরু করা হবে। তিনি বলেন, এটিকে কোনো হামলা নয়, দুর্ঘটনা হিসাবে বিবেচনা করা হবে।

তবে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসাবে, এসব সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত সেনা গ্রাজুয়েটদের সেখানে মোতায়েন করার কথা ছিল।

আরো দেখুন
error: Content is protected !!