৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসচাপায় প্রান গেল বাঁশি বাদক মনির

নিজস্ব প্রতিনিধি।।
নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় মনির হোসেন নামে এক বাঁশি বাদক নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত প্যাড বাদকসহযোগী বোরহান উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মনির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহত মনির ও আহত বোরহান দুজনেই সাংস্কৃতির সংগঠন ‘দ্য কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে (কিষাণ) মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে কুমিল্লা ফিরছিলেন।

হরিশ্চর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেল চাপা দিলে মনির ঘটনাস্থলেই নিহত হন।

বোরহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সংগঠনের আরেক সদস্য রাসেল দেওয়ান বলেন, তারা দুইটি বাইকে লাকসামে গিয়েছিল চারজন। পরে দুর্ঘটনার কবলে মনির মারা যান এবং বোরহানকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

সন্ধ্যায় তাদের ভৈরবে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল। সে কারণে আমরা একটি বড় বাস ভাড়াও নিয়েছি। মনির লাকসাম থেকে এলেই ভৈরবের উদ্দেশ্যে রওয়ানা দিতাম।

আমরা সবাই যাচ্ছি কিন্তু মনির ভাই যাচ্ছেন না! আমাদের সবচেয়ে বড় সাহস ছিল মনির ভাই। দারুণ বাঁশি বাজাতেন, শো মাতিয়ে রাখতে তার ভূমিকাও ছিল সবচেয়ে বেশি।

লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, একটু আগেই আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!