১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে নতুন রেফারি কোর্স প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলা ক্রীড়া সংসদের উদ্যোগে নতুন রেফারি কোর্স প্রশিক্ষণ সম্পন্ন ৩৩জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আরফানুল হক রিফাত।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন এবং পরিচালনা করেন প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি মোঃ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বাদল খন্দকার, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান।

কোর্স প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ফিফা টেকনিক্যাল ইন্সট্রাক্টর বাফুফে মোঃ আজাদ রহমান, ফিফা ফিটনেস ইন্সট্রাক্টর বাফুফে শহিদুল ইসলাম লালু।

আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জামশেদুল আলম ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ, প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া বিএসসিম মোঃ বাদল খা মেম্বার, শরীর চর্চা শিক্ষক মোঃ ফারুক আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন নয়ন, কামরুল হাসান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আবদুল হক, আবুল হাসান, ধারা ভাষ্যকার সামসুল হক সানি। এ সময় প্রশিণার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শরীর চর্চা শিক্ষক গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আরফানুল হক রিফাত এবং বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার রেফারি কোর্স প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।

আরো দেখুন
error: Content is protected !!