১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদের সামনে কার্টনে শিশুর মরদেহ, চিরকুট-টাকা

নিজস্ব প্রতিবেদক।।
টাঙ্গাইলে একটি মসজিদের পাশ থেকে একটি কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৯ মে, মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলার সিংগুরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের পাশ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় কার্টনের ভেতরে এক হাজার টাকা ও একটি চিরকুট পাওয়া যায়। কিন্তু শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

ওই চিরকুটে লেখা ছিল- ‘দয়া করে কেউ শিশুটিকে দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’

মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ফজরের নামাজ শেষে বাড়িতে কাজ করছিলাম। এমন সময় খবর পাই মসজিদের পাশে একটা রাইসকুকারের কার্টন পড়ে আছে।

পরে সেই কার্টন খুলে দেখি একটা নবজাতকের মরদেহ। তার পাশে একটা চিরকুট ও এক হাজার টাকা রাখা।

এরপর পুলিশে খবর দিলে তারা এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আরো দেখুন
error: Content is protected !!