১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মারুফ বিল্লাহ’র কবিতা -প্রেমের ছোঁয়া

প্রেমের ছোঁয়া

মারুফ বিল্লাহ,

এ কেমন প্রেমের অস্ফোটন.
প্রেমময়ী পুরো এক অপটপিকস;
জানালার দুয়ার খুলে বসে দেখে
আসবে সে কে ফাগুন হয়ে,,
নতুন রূপে নব উদ্যেমে ধরবে হাত।
চুপটি করে প্রেম পত্রখানা খুলে
দেখবে দু নয়ন ভরে সেই প্রত্যাশা
‘ভালবাসি’ ‘ভালবাসি’ লেখাটি
বারবার ফুটে উঠবে প্রেম পত্রে।

সে তো জল্পনা কল্পনার ভীড়ে স্বপ্নে আঁকা ছবি
তারই প্রেমে হৃদয় মগ্ন থাকে পুরো দিনব্যাপি
দিনলিপি খুঁজে চিহ্নিত করি সেই কাঙ্ক্ষিত দিন
যেদিন ধরেছিল দুটি,প্রানখুলে বলেছিলে কথা
মুক্ত বাতাসে ভালবাসার স্বরলিপি লিখেছিলে
স্বরচিহ্ন দিয়েছিলে হাতের দুই তালুর মাঝে।

এ ভালবাসা শেষ হবার নয়;
ফুটন্ত গোলাপ পাপড়ি ঝড়ে যেমন
হাজারো গোলাপ গাছের জন্ম হয়
ঠিক তেমনি মান অভিমানে
ভালবাসার বন্ধন গতিশীল হয়।

পিছন থেকে যখন তোমায় হাত বাড়িয়ে ডাকি
তুমি কি পারবে না এসে আমার কাছে,,?
সত্যি,ভালবাসা এমন কঠিন স্পর্শকাতর
ছুঁয়ে দিলে প্রেম বাড়ে,শুধুই টানে কাছে।
প্রেমের ছোঁয়ায় উদ্ভাসিত হোক সবার হৃদয়
দুঃখ যাতনা ভুলে গিয়ে শান্তি পাক মনে।

আরো দেখুন
error: Content is protected !!