২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তায় বৈদ্যুতিক লাইট স্থাপন

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে রাতে সাধারণ মানুষ ও পথচারীদের নির্বিঘেœ চলাচলের জন্য রাস্তার পাশে নিজস্ব অর্থায়নে বৈদ্যুতিক লাইট স্থাপন করেছে ডুমুরিয়া সমাজকল্যান স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার সকালে উপজেলা সদরের ডুমুরিয়া গ্রামের মধ্য দিয়ে চলাচলের প্রতিটি রাস্তায় এই লাইট স্থাপন করা হয়।

ডুমুরিয়া সমাজকল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক সফিকুল ইসলাম জানান, ডুমুরিয়াকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলতে এই গ্রামের বাসিন্দা যারা দেশ ও প্রবাসে রয়েছে তাদের সহযোগীতায় আমরা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে রাতের বেলা গ্রামের সাধারণ মানুষ যেন নির্বিঘেœ চলাচল করতে পারে সেজন্য গ্রামের প্রতিটি রাস্তায় বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছে।

ইতিমধ্যে এই সংগঠনের সদস্যরা গ্রামের রাস্তঘাট সংস্কার, দারিদ্রতা দূরীকরণ, অসহায় রোগীদের চিকিৎসার খরচ বহন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা করে যাচ্ছে।

আরো দেখুন
error: Content is protected !!