১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

নিউজ ডেস্ক
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ জুন) দিবাগত ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বস্তির বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানিয়েছেন, খবর পেয়ে প্রথমে সেখানে ৪টি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট দ্রুত সেখানে যোগ দেবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। তবে বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।

বস্তির বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বস্তিজুড়ে কাঠ ও টিনশেডের ঘর। পুরো বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে। এরমধ্যে এ পর্যন্ত অন্তত ২০০-২৫০টি ঘর আগুনে পুড়ে গেছে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে তাও প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসকর্মীরা।

আরো দেখুন
error: Content is protected !!