১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

নিউজ ডেস্ক
নোয়াখালীর চাটখিলে কিশোরী শ্যালিকাকে (১৩) ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত দুলাভাইকে আটক করেছে।

শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। আটককৃত, মো.রুবেল হোসেন (২৭)। খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষক রুবেল নির্যাতিত কিশোরীর বাড়ির ভিতরের দূরসম্পর্কের দুলাভাই হয়। গত তিন বছর যাবত শ্বশুর বাড়ি ঘর জামাই হিসেবে বসবাস করছে সে। শুক্রবার দুপুরে লম্পট রুবেল কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ীরে লোকজন এগিয়ে আসলে রুবেল পালিয়ে যায়। পরে কিশোরীর পরিবারের লোকজন ঘটনাটি খিলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুক্রবার বিকেলের দিকে ধর্ষক রুবেলকে আটক করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ধর্ষণের অভিযোগ পেয়ে তাকে আটক এ করে এবং নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!