৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত অধিবেশনে বাজেট পেশ ৩ জুন

অনলাইন ডেস্ক
আসছে নতুন অর্থবছরের জন্য আগামী ৩ জুন বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাকালে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বাজেট অধিবেশন, যা শুরু হবে ২ জুন বিকেল ৫টায়।

অর্থমন্ত্রী প্রস্তাব করার পর বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। স্বাভাবিক সময়ে বাজেট অধিবেশনগুলো দীর্ঘ হয়ে থাকলেও মহামারির কারণে এবারো তা সংক্ষিপ্ত হবে।

সংসদ সচিবালয় কর্মকর্তারা জানান, স্বাস্থ্যবিধি মেনে আসন্ন অধিবেশন ১৩-১৪ কর্মদিবসের হতে পারে। এর মধ্যেই সম্পূরক বাজেট ও আগামী বাজেটের ওপর আলোচনা চলবে।

অধিবেশনের প্রথম দিন সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে তোলা হবে শোক প্রস্তাব, তারপর আলোচনা শেষে নিয়ম অনুযায়ী মুলতবি হবে অধিবেশনটি।

জাতীয় সংসদ ভবন
পরদিন অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব উপস্থাপন করার পর আলোচনা হবে। দুদিন বিরতি দিয়ে ফের বসবে অধিবেশন। তবে দিনের কোন সময়ে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ১১ মে বাজেট অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে গত বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন। তাতে চলতি ২০২০-২১ অর্থবছরের পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

পরে ৩০ জুন প্রস্তাবিত আকার ঠিক রেখে বাজেট পাস হয়, যা ছিল আগের অর্থবছরের বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। এ ছাড়া ৯ কার্যদিবসের ওই বাজেট অধিবেশনটি ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত ছিল।

আরো দেখুন
error: Content is protected !!