২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সজনে ডাঁটা – ওষুধ ছাড়াই হাজার রোগ থেকে মুক্তি, জানুন এই ম্যাজিক সবজির বিস্তারিত

লাইফস্টাইল ডেস্ক
সাহেবি কেতায় তাকে বলা হয় ড্রাম স্টিক। খাদ্যরসিক বাঙালির অতিপ্রিয় সজনে। তার ডাঁটা, পাতা, ফুল কিছুই ফেলা যায় না। জেন ওয়াই অবশ্য নাক সিঁটকোয় নাম শুনলেই। তবে তার গুণাগুণ জানলে, সিদ্ধান্ত বদলও হতে পারে এই জেনারেশনের।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এই পুরনো পদ পাতে ফিরিয়ে আনতে পারলে ঋতু পরিবর্তনের জেরে শরীর নিয়ে নাজেহাল হতে হবে না। মুক্তি পাওয়া যাবে জ্বরজারি থেকেও।

পুষ্টিবিদ মালবিকা দত্ত জানাচ্ছেন, “সুষম খাবার বলতে যা বোঝায় সজনে হল তাই। সজনেতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যলসিয়াম, পটাশিয়াম, আয়রন রয়েছে। রয়েছে অ্যান্টিঅক্সিডান্টও। এই সময়ে রোজ ডায়েটে সজনে রাখলে ঋতু পরিবর্তনের সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে স্বাভাবিক ভাবেই।”

চোখ রাখা যাক সজনের গুণাগুণে-

• বিশেষজ্ঞদের মতে, জলবসন্ত, ডায়েরিয়া, লিভারজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সজনের মধ্যে।

• ফসফরাস থাকার কারণে হাড় মজবুত রাখতে সাহায্য করে সজনে।

• হার্ট তরতাজা রাখতেও সজনের ভূমিকা অনন্য।

• আধুনিক চিকিৎসকরা সজনের মধ্যে হাঁপানি উপশমের উপাদানও চিহ্নিত করেছেন।

• রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে এই সবজি।

• রক্তাল্পতা সারাতে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতেও ডায়েটে সজনে রাখতে পারেন।

রোজ যদি সজনে ডাঁটা চিবোতে ভাল না লাগে, সজনে ফুলের বড়া বা চচ্চরিও চেখে দেখতে পারে। তবে এখন বাজারে সজনের ফুল পাবেন না। তাই ডাঁটাই ভরসা। তবে কোনও ভাবেই ডায়েট থেকে তাকে তাড়ানো যাবে না এই
মওসুমে। শরীরটাকে ঠিক রাখতে হবে তো!

আরো দেখুন
error: Content is protected !!