২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সফিউল ইসলাম’র অনুগল্প -“এক খেটে খাওয়া মানুষের গল্প”

এক খেটে খাওয়া মানুষের গল্প।

“অনুগল্প”
সফিউল ইসলাম

দিনের সূর্য টা এখনো উঠেনি, তবে ঘুম পালালো পাখির কিচিরমিচির শব্দে। মনের কোণে জানান দিলো, হয়ে গেছে  ভোর । সময় হয়েছে, তোমার সুখের সন্ধানে বের হওয়ার।

নাস্তাটা ও হয়নি। তবে হবে এই আশাটুকু রয়েছে। জীবনটা বড়ই অদ্ভুত বটে। আমার ঘুম ভেঙ্গে যাওয়ার কারণে, স্বপ্নটা আমার দেখা হয়নি আজো পরিপূর্ণ ভাবে। তবে দিনের আলোতে ও আমি স্বপ্ন দেখি, যা পূর্ন করার লক্ষ্যে হেঁটে চলি হাজার হাজার মাইল বহুদূর।

জীবন বাঁচানোর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে হাজারো ঘর অন্ধকারে। তবুও সুখের ছোঁয়া পাই না। উঁচু উঁচু বিল্ডিং গুলোর দিকে তাকিয়ে থাকি ,তবে কখনো স্বপ্ন দেখি না আমার ও হোক এমন উঁচু বিল্ডিং। তবে কেন জানি দুঃখ হয় মনের কোণে। কিসের যেন অভাব রয়েছে। সব শেষে এটাই ভাবি বিধাতা আমাকে তো অনেক কিছুই দিয়ে, চাইলে তিনি তাও না দিতে পারতো।

আরো দেখুন
error: Content is protected !!