গাজীপুরে ঝুটের গুদামে আগুন
নিউজ ডেস্ক
গাজীপুর কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। এ সময় পাশের দুইটি বাড়ির ১০টি কক্ষ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে সিটি কর্পোরেশনের আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সিটি করপোরেশনের আমবাগ এলাকার ইসমাইল হোসেনের বাড়ির একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের মনোয়ার মিয়ার বাড়ি এবং জুয়েল হোসেনের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে ওই দুটি বাড়ির অন্তত ১০টি কক্ষ পুড়ে গেছে। এছাড়াও জুয়েল হোসেনের পুড়ো ঝুটের গুদাম ও গুদামে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।