bn বাংলা
২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সাবিনা সিদ্দিকী শিবার ‘কবিতা’- “ফিলিস্তিনে মুসলিম”

“ফিলিস্তিনে মুসলিম”

সাবিনা সিদ্দিকী শিবা

 

রমজানের রোজা শেষে,
হয়নি খুশির ঈদ।
দেখ চেয়ে দেখ ফিলিস্তানে,
মুসলিমের নাই নীদ।

রক্তের বর্ণা বয়ে যাচ্ছে,
ফিলিস্তিনের সবুজ ঘাস।
ইসলামের জন্য যুদ্ধ করছে,
বিশ্বের মুসলিম সারা মাস।

কেউ যায়নি বাদ, আক্রোশে,
বড় কিংবা শিশু।
বুকে হায়নাদের ঝুলছে দেখো,
চিহ্ন ওদের যিশু।

কিসের এতো আক্রোশের আগুন,
শ্রেষ্ঠ ইসলাম ধর্মে।
একদিন ঠিকি জবাব হবে,
ওদের বর্বর কর্মে।

সারা জাহানে ছড়িয়ে পড়ুক,
শান্তির ধর্ম ইসলাম।
দিকে দিকে দাওয়াত দেও,
মহান আল্লাহ দ্বীন ইসলাম।

হে দয়াময়,আল্লাহ তুমি,
রহমত করো ওদের।
হায়নাদের বুকে জাগ্রত করো,
ইসলাম ধর্ম বোধের।

আরো দেখুন
error: Content is protected !!