bn বাংলা
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সালমা পারভীনের সুন্দর একটি কবিতা -“অভিমান”

“অভিমান”

-সালমা পারভীন

আজ পৃথিবীর অভিমান হয়েছে,
বোবা চোখে চেয়ে আছে যেনো,
মুক হয়ে গেছে সকল মুখরতা,
সবুজ বনবীথিকাও হলুূদ বরণ।

হঠাৎ মহামারি, যেন নীরব দংশন
ব্যথার নীলে ছেয়ে গেছে সব,
সিরিয়ার সাদা মাঠ রক্তাক্ত,
যেন নতুন এক বিষাদ সিন্ধুর প্রেক্ষাপট।

লু্টিয়ে পড়ছে তাজা প্রাণ,
অবুঝ শিশু,অসহায় নারী
সবাই,সবাই তো মুসলমান।
এ যেন মহা প্রলয়ের মহড়া,
পৃথবী অবাক চোখে তাকিয়ে রয়,
আহত হয় বারবার,
বদলে যাওয়া সময়ের আঘাতে।

কাঁদো পৃথিবী, কেঁদে ভাসাও,
ভোল অভিমান,ক্ষমা করো।
আমরা যে প্রকৃতিরই সম্তান।
ফিরে এসো আগের মতোন
করো ক্ষমা,ভোল অভিমান।

আরো দেখুন
error: Content is protected !!