[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিএনজি ছাড়া বাড়লো সব ধরনের গ্যাসের দাম

অনলাইন ডেস্ক।।
যানবাহনে ব্যবহৃত সিএনজি ছাড়া বাড়ালো সব ধরনের গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে সব ধরনের গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৫ জুন) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক।

জুন থেকে এ হিসাব কার্যকর হবে জানিয়ে আবু ফারুক বলেন, আবাসিকে এক চুলার বর্তমান দর ৯২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৯৯০ টাকা, দুই চুলা ৯৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ১০৮০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের বর্তমান দর ১২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি ঘনমিটার গ্যাসের পাইকারি দাম ৯ টাকা ৭০ পয়সা থেকে ২২.৭৮ শতাংশ বাড়িয়ে ১১.৯১ টাকা করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!