১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার থেকে চালু হচ্ছে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন

অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশ রেলওয়ে সকল ধরণের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (২৪ মে) থেকে ট্রেনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে জানা যায়, সোমবার থেকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, ৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলবে।

আন্তনগর ট্রেনগুলো হলো- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি/তূর্ণা, মহানগর প্রভাতী/তূর্ণা, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্মপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস।

৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেনগুলো হলো- কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, উত্তরা এক্সপ্রেস। আন্তনগর ট্রেনসমূহের টিকেট শুধু অনলাইনে কাটা যাবে। কাউন্টারে দেয়া হবে না।

আরো দেখুন
error: Content is protected !!