স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন
শিক্ষাঙ্গন ডেস্ক।।
মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে পাঠদান শুরু হচ্ছে। করোনার কারণে জানুয়ারিতে যে অবস্থায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়েছিল, সেই জায়গা থেকেই স্কুল-কলেজ খুললে পাঠদান শুরু হবে।
নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আগে ছুটি ছিল শুধু শুক্রবার। কিন্তু নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হলে শনিবারও ছুটি থাকবে। ৬২টি মাধ্যমিক স্কুলে নতুন কারিকুলামের পাইলটিং ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে- তা মার্চ থেকে শুরু হবে বলেও জানান তিনি।
করোনার ছুটির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটিগুলো এখনো আছে- এ বিষয়ে সাংবাদিকরা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘প্রাথমিকে এখন থেকে শনিবার রাখব সেই সিদ্ধান্ত হয়েছে।
আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন…, একটু যদি ব্রেক না হয়। এখন তো কম সময়ে ক্লাশ করছিল তারপরও একটু ব্রেকটার দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।’