২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

✍ : মিনহাজ সাদ্দাম এর 📖 : বানভাসি মানুষ…

📖 : বানভাসি মানুষ…

✍ : মিনহাজ সাদ্দাম।

কাঁদে চোখ ভাঙ্গে বুক ব্যাথার পাহাড়
চারিদিকে হতাশা ঘরে নাই যে আহার,
থৈথৈ জ্বলরাশি ডুবেছে ভিটা
যা ছিল সম্বল ভেসেছে সেটা।

মাঠ ভরা ফসলের দুকানি জমি
ভেসে গেল বন্যার পানিতে সবি,
গৃহে নেই চাল মোটে যা ছিল আমার
কয়েক দিনেই শেষ বিষমো ক্ষুধার।

কাজ নেই কারো বাড়ি, করে আনি চাল
কারোই ক্ষেতে চলেনা এক চাষের হাল,
সংসার নুয়েছে আজ অভাব অনটনে
কতোটা বুঝালে আর পোলাপান বুঝে।

ক্ষুধার বিষম জ্বালা অনাহারী বুঝেন
দিন নাই রাত নাই দিকে দিকে ছুটেন,
আশপাশের বাড়িঘর জ্বলে আছে ডুবে
এ বিপদে কে বলো কার পাশে রবে।

উচুঁ উচুঁ গড়িয়াছো যারা দালানকোঠা
একবার সাড়া দাও বুঝো এ ব্যাথা,
তুমি আছো কতো সুখে দুতলা ঘরে
ধড়ফড় করে প্রান ভয় যে ঝড়ের।

না খেয়ে না ঘুমিয়ে কাটছে যে রাত
মহা সুখের ঘুমে তোমার হচ্ছে প্রভাত,
আমরা যে জ্বলে ভাসা বানভাসি মানুষ
এবার একটু তোমার ফেরাও না হুশ।

কতো কাল বলো আর কাটবে এভাবে
বন্যার জ্বলধারা এভাবেই কি রবে,
ভেসে ভেসে বন্যার জ্বলে স্বপ্ন আমার
এভাবেই ভেঙ্গে চুরে দিনে দিনে হয় চুরমার।

তোমার কাছে খোদা মোদের এই প্রার্থনা
বিপদেও দিও বল হতাশ করিও না,
সব পরিস্থিতি যেন মোকাবেলা করি
দূর্দশা ভুলে যেন আলোর দুনিয়া গড়ি।

🍁ঝালকাঠি সদর, ঝালকাঠি।
(বিঃদ্রঃ- সর্বসত্ত্ব সংরক্ষিত)

আরো দেখুন
error: Content is protected !!