[gtranslate]
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নিউজ ডেস্ক।।
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার করাচি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানা যায়, একই এলাকার মোজাহার মিয়ার ছেলে ছৈয়দ হোসাইন স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে নিজ হাতে খুন করেছে। নিহত স্ত্রীর পেটে ৬ মাসের বাচ্চা ছিল।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে স্বামীকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে।

আরো দেখুন
error: Content is protected !!