২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজকের মতামত মোঃ সাইফুল ইসলাম এর -“শুদ্ধতা যাচাই”

শুদ্ধতা যাচাই

মোঃ সাইফুল ইসলাম

অস্তিত্বের খোঁজে তোমার মাঝে
ভাল লাগার কত কি আছে!
এ কথাটা না বললেই নয়
কী ভালো লাগলো যে হায়!

আজ এই রাত্রিক্ষনে কেমনে গেল মন যে জানে কি করে বলি বল? কী নির্মল চাঁদনি রাতে সাথে নীলিমা আকাশ, কী অসহ্য সুন্দর অনুভূতি যেন অবিরাম অন্তহীন অসীম এক ভালোলাগা কাল্পনিক অস্তিত্ব খুঁজে দেখা, যেন মনের কণ্ঠের অবাধ উন্মুক্ত চাওয়া পাওয়া দিগন্ত থেকে দিগন্তে; হেঁটে চলি কী ভালো আমার লাগলো আজ এই রজনীতে।

আকাশের দিকে তাকিয়ে; চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোঁয়াটে ঢাকা মাঝখানে সন্ধ্যা তাঁরা উঠছে আজ কিলকিলিয়ে। এই ফাঁকে তুমি কাছে এলে, একটু বসলে,

…গা ঘেসিয়ে আলতোভাবে মাথা রেখে পরস্পরের বাম বাহুতে, শোনো দূরে সমুদ্রের স্বর,গল্পে গল্পে স্বপ্নের মতো নিভৃতে বাসরও সাজিয়ে ঘুমিয়ে পড়ে কথা ব’লেও নষ্ট কোরো না এই রাত্রি- শুধু অনুভব করো অস্তিত্ব।

কথাগুলোকে জংশনেতে হারিয়ে গেছি স্টেশনে , দিগন্তের কাছে প্রশ্ন করি নিষিদ্ধকরণ পর্বে শুদ্ধতা যাচাই করি মিশে যাই একে অন্যের মাঝে—

স্থানঃ সাঘাটা, গাইবান্ধা।।

আরো দেখুন
error: Content is protected !!