৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আধো অবনত নারী

মোঃ সাইফুল ইসলাম মন্ডল
আধো অবনত নারী
তাং:১৯-০৫-২০২১

আমি মনে হয় থমকে গেছি!!

থমকে গেছি সুন্দর এ ধরনীর কাছে•••
হেরে গেছি আমি এ সুষ্ঠু স্বাভাবিক পরিবেশময়
সমাজের কাছে ••••

বড় হতেও চাই না অনেক পাওয়া পেয়ে গেছি আমি •••
এই জীবনে—
থাক এখানেই সীমাবদ্ধ থাকি না!,

কি এমন ক্ষতি ••••
সমাজের মধ্যে
চির সবুজ হয়ে থাকি•••
থমকে গেলাম এই নারী ,

নারী তোমাকেই বলছি শোনো–,
আমি আজও তোমাকে বুঝিতে পারিনি !
এ — যে বড্ড নিরুত্তাপ!!

কিন্তু তুমি রমণী
প্রেমে পড়ার ইচ্ছে টা ভেস্তে গেল বুঝি এবার–
তাই আমি বার বার থমকে উঠি আমি•••
যতবার ছুঁয়েছি তোমার সিক্ত উষ্ণ অধর তোমার রথের পানে ততবারেই ফিরেছি আমি শুকনো হাতে ক্ষণে••••••

আধো অবনত হয়েছ লজ্জায় কিংবা
আরো প্রাপ্তির নীরব প্রত্যাশায়।
এর মাঝেই সৃষ্টি হয়েছে জীবনের অজানা গল্প
এমন অনেক গল্প আমার আছে যা শুনবার চেষ্টা করেছি তবে শুনাইবার ছন্দ খুঁজে পাইনি।

কতক পড়েছি যখন ছিলে তুমি নারী
আর কিছু রয়েছে বাকি
যতবার হয়েছ রমণী।
নারীকে আমি বুঝি
নারী তুমি কাছে দুর্বোধ্য দূর্গ
বুঝতে সময় লেগেছিল এতটা দিন সময় ক্ষণ
এক যুগ কিংবা একটা জন্ম।
তারপরও আমি চাই,
মনের নিভৃতে যত্নে
তুমি রমণী হয়েই থাকো।

স্থানঃ সাঘাটা
গাইবান্ধা

আরো দেখুন
error: Content is protected !!