৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমরা যদি না নেই, অইন্যরা আইয়া লইয়া যাইব’

মহানগর নিউজ।।
মালেক মিয়া নামে এক ব্যক্তি বলেন, ‘আমরা না নিলেও গাড়ি যাইয়া-আইয়া সবজিডি নষ্ট হইয়া যাইব। তাই লইয়াই যাই।’

রেললাইনের পাশে উল্টে পড়ে আছে মিনি ট্রাক, রাস্তায় ছড়িয়ে পড়েছে করলা ও চিচিঙ্গা। যে যেভাবে পারছে কুড়িয়ে নিচ্ছে সেসব সবজি। কেউ বস্তায়, কেউ পলিথিনে, কেউ আবার লুঙ্গির কাছা বা শাড়ির আঁচল ভরে সবজি নিয়ে ছুটছেন বাড়িতে।

এই দৃশ্য দেখা গেল কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভারপাসের নিচের রেলগেটে। সেখানে শনিবার রাত ২টার দিকে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় উল্টে পড়ে সবজিবাহী ট্রাকটি।

পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা সবজি কুড়াতে থাকে এলাকাবাসী।

কয়েক কেজি চিচিঙ্গা ও করলা কুড়িয়েছেন ভ্যানচালক আবদুর রইস।

তিনি বলেন, ‘ভাই আমরা যদি না নেই করল্লা আর কইহাডি, অইন্য কেউ লইয়া যাইব।’

মালেক মিয়া নামের আরেকজন সবজি কুড়াতে কুড়াতে বলেন, ‘আমরা না নিলেও গাড়ি যাইয়া-আইয়া সবজিডি নষ্ট হইয়া যাইব। তাই লইয়াই যাই।’

স্থানীয়রা জানান, চট্টগ্রামের মিরসরাই থেকে সবজি নিয়ে কুমিল্লার নিমসার বাজারে যাচ্ছিল ট্রাকটি। রেললাইনে দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার।

প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে যান। যাওয়ার আগে তারা জানিয়েছিলেন, ট্রাকে প্রায় ২ লাখ টাকার সবজি ছিল।

লাকসাম থানার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা রেল লাইন নিয়ে ব্যস্ত ছিলাম, সবজিগুলোর দিকে খেয়াল করতে পারিনি। তবে, যতটুকু বুঝতে পারছি, নিম্ন আয়ের মানুষজন সবজিগুলো নিয়ে গেছে।’

আরো দেখুন
error: Content is protected !!