১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদে শ্রমিকদের ৩ দিনের বেশি ছুটি না দেয়ার অনুরোধ বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকদের তিনদিনের বেশি ছুটি না দিতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার (৮ মে) এক ভিডিও বার্তায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আহ্বান জানান।

সংগঠনের নতুন এই সভাপতি বলেন, পোশাকশিল্পের বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানাবো- তারা যেন তিনদিনের বেশি ঈদের ছুটি না দেয়। শ্রমিকদের যাতায়াতের কারণে করোনার সংক্রমণ যেন না বাড়ে। আমাদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে করোনার সংক্রমণ যেন না বেড়ে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। নিজেকে সুস্থ থাকতে হবে এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। করোনা সংক্রমণরোধে আমরা সরকারকে সব ধরণের সহযোগিতা করব।

আরো দেখুন
error: Content is protected !!