২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি: বিপ্লব গোস্বামী’র – “মিত্রতা”

“মিত্রতা”

বিপ্লব গোস্বামী

দুঃখে সুখে ভালো মন্দে
মানে অপমানে,
বিপদে আপদে কিংবা
উত্থানে পতনে।

যে তোমার থাকবে পাশে
সে তো প্রকৃত মিত্র,
মিত্রতা বড়োই কঠিন
বড় খাঁটি পবিত্র।

মিত্রতার পরাকাষ্ঠা ছিল
দাতাকর্ণ মহারথী,
আর জগত পালক হরি
যিনি পার্থের সারথী।

এযুগের মিত্রতা ভাই
মোহে কিংবা লোভে,
স্বার্থে যখন পড়ে বাড়ি
কেটে পড়ে ক্ষোভে।

বসন্তের কোকিল আসে
চুষে নিতে সুধা,
মধু হীনা কুসুমে হায়
কে মজে বেহুদা !
যেমন প্রসাদ বিতরণ শেষে
আশ্রম খালি,
সমাদরের পুরোহিত মশাই
চোখের বালি !

আরো দেখুন
error: Content is protected !!