২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লাতে কর্মহীন বাবুর্চী এবং হিজরা পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে -আ.ক.ম বাহাউদ্দিন বাহার

নিজস্ব প্রতিনিধি

করোনা ভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কুমিল্লাতে কর্মহীন বাবুর্চী ১৫০ পরিবার এবং ২০০ হিজরার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার ৬মে বেলা ৩টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠে কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক দূরত্ব মেনে অসহায় কর্মহীন বাবুর্চী ১৫০ পরিবার এবং ২০০ হিজরার মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করেন।

উপহারসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৬ কেজি চাল, ৬ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ ও এক লিটার করে তেল, চিনি, ছোলা,সাবান, সেমাই, দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপ্রসাসক মো:কামরুল হাসান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী ছাড়াও প্রত্যেক হিজরাকে নগদ ৫০০টাকা করে সহযোগিতা করেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

আরো দেখুন
error: Content is protected !!