২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর জিলা স্কুলের বিপরীত পাশে একটি চারতলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ আগুন লাগে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তফিকুল ইসলাম ভুইয়া।

তফিকুল ইসলাম ভুইয়া বলেন, দুপুরের দিকে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমকিভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

স্থানীয়রা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে ভবনে আগুন লাগছে তার পাশের ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

আরো দেখুন
error: Content is protected !!