কুমিল্লায় ঈদের দিন মামার মটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেলো যুবকের
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাইভেটকারের চাপায় জাকারিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত জাকারিয়া ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মো: মোকলেছুর রহমানের ছেলে।
২৯জুন দুপুরে উপজেলার হাড়িসর্দার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে জাকারিয়া মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় । হাড়িসর্দার বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত প্রাইভেটকার চাপা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন,মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ডে অফিসার টিপু রায় ।