কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ আটক ৫ ডা’কাত কারাগারে
নিজস্ব প্রতিবেদক।।
ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ আটক ৫ ডাকাতকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বাখরাবাদ এলাকা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি করার প্রস্তুুতির খবর পেয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় অভিযান চালায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়।
এ সময় বাখরাবাদ ব্রীজের নীচে লুকিয়ে থাকাকালে ৫ ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে একটি তালা কাটার কাটার মেশিন, কাঠের হাতলযুক্ত ছুরি, লোহার হাতলযুক্ত দামা, লোহার পাইপ, দুই ছিদ্র বিশিষ্ট লোহার পাইপসহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের মোমেন মিয়ার ছেলে সাকিব মিয়া (২২), একই গ্রামের মৃত আক্কল মিয়ার ছেলে ময়নুল হোসেন ওরফে আমান (২৯), উত্তর বাখরাবাদ গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে বাবু মিয়া (২৭), ব্রাহ্মণ চাপিতলা গ্রামের মৃত বাবর মিয়ার ছেলে কাউছার মিয়া (৩১) এবং মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের কবির হোসেনের ছেলে সুইপার রুবেল (২৮)।
বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, আটক ও অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ধৃত ডাকাতদের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক ডাকাতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।