৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পরীক্ষা কেন্দ্রের সামনে সিয়াম হত্যা মামলার আট’জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার তিতাস উপজেলায় প্রকাশ্য দিবালোকে দাখিল পরীক্ষা কেন্দ্রের সামনে মো. সিয়াম (১৭) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে তিতাস থানায় মামলা করেন। এরপর সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা এবারের দাখিল পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, হত্যাকাণ্ডে জড়িত আট জনকে গ্রেফতার করে শুক্রবার কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার সামনে সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

সে ওই উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিন ওরফে বাক্কার ফেলে। মুন্সীগঞ্জ টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র সিয়াম।

আরো দেখুন
error: Content is protected !!