২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় পরীক্ষার কেন্দ্রের সামনে কিশোরকে হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সিয়াম একই উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার সবুজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছিল। এ সময় কয়েকজন এসে সিয়ামকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পরে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়।

আহত সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আমেনা আক্তার জানান, সিয়ামের কোমরে দুটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

১টা ২০ মিনিটে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।

মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি ঘটনা শুনেই ওসিকে কল দিয়ে বলেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। তাকে কারা হত্যা করেছে জানা যায়নি। শুনেছি তার সঙ্গে কয়েকজনের পূর্বশত্রুতা ছিল। এর জেরে হত্যা করা হতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

আরো দেখুন
error: Content is protected !!