কুমিল্লায় পুলিশ সুপার ফুটবল কাপ ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ সুপার ফুটবল কাপ ও পুলিশ সুপার ব্যাডমিন্টন ট্রফি প্রীতি টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মিজানুর রহমান এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
এসময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।