কুমিল্লায় ব্যবসায়ীর বাসা থেকে ৩ হাজার লিটার তেল উদ্ধার, ৬০ হাজাার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার সদর দক্ষিণে ব্যবসায়ীর বাসা থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিজয়পুর এলাকার বিশেষ তদারকি অভিযান চালিয়ে উদ্ধারকৃত তেল আগের দামে বিক্রি করে দেওয়া হয়।
এছাড়াও তেল লুকিয়ে রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করায় মেসার্স কামরুল হাসান শপকে ৫০ হাজার টাকা এবং গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করায় মেসার্স ভাই বন্ধু স্টোরকে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব কুমিল্লার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।