৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদকের আধিপত্য বিস্তার কেন্দ্র করে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে সজিব হোসেন বাবু নামে একজন নিহত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়। এর আগে, মঙ্গলবার রাতে তাকে নগরীর অশোকতলা এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে সে আহত হয়।

স্থানীয়রা জানায়, জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের সজিব হোসেন বাবু নগরীর অশোকতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

এরই সুবাদে অশোকতলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীদের মাদক ব্যবসা নিয়ে বাবুর সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে বাবুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নিহত সজিবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মহিনুল ইসলাম আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

আরো দেখুন
error: Content is protected !!