কুমিল্লায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের বাড়িতে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার সংলগ্ন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকালে এ অভিযান চালানো হয়।
কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি মাজার সংলগ্ন এলাকার ফেরদৌসি ভিলায় বসবাস করতেন মেহেদী হাসান চৌধুরী ও তার পরিবার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপার উপস্থিতে বন্ধ ফটক খুলে ভেতরে প্রবেশ করেন পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
এ সময় বাড়ির দোতলায় গিয়ে একটি আলমারি ভেঙে ভেতরে তল্লাশি করা হয়। তবে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি।
গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপা বলেন, ‘আপনারা ভিডিওতে দেখেছেন কী হয়েছে।’