৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার

✒️ মহানগর ডেস্ক 🔴
চলমান কঠোর লকডাউনের মাঝে মাদক পরিবহনে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) জুমার নামাজের পর ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির চেকপোস্টে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত তিন জন হলো— মো, নুরুজ্জামান (৩০), মো. শহিদুল ইসলাম (২৭) ও মোহাম্মদ নূর ইসলাম (২৩)। এ সময় সাদা ও নীল রঙের একটি পিকআপ ভ্যান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হাইওয়ে পুলিশের এসপি মুহাম্মদ রহমতউল্লাহ বলেন, ‘নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসায়ীরা মাদক পরিবহন করছে।

গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, সাদা ও নীল রঙের একটি পিকআপ চালের বস্তায় করে মাদক পরিবহন করছে। দাউদকান্দি থানার মোবারকপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ওই পিকআপের চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তিন জনকে হাতেনাতে গ্রেফতা করা হয়।’ তিনি বলেন, ‘মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার পাশাপাশি হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!