কুমিল্লার নাঙ্গলকোটে কমিউনিটি ক্লিনিকে আগুন
মহানগর ডেস্ক।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার কমিউনিটি ক্লিনিকের ইউনিট ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) ভোররাতে ক্লিনিকের স্টোর রুমে আগুন লাগে।আগুনে প্রয়োজনীয় অনেক জিনিস পত্র পুড়ে গেছে।
FWB আনোয়ারা বেগম জানান, আগুনে পুড়া জিনিসপত্রের শব্দ শুনে স্টোররুমে গিয়ে দেখি পুরো ঘরে আগুন জ্বলছে, সাথে সাথে আমার স্বামীকে ডাক দেই, আমাদের দুজনের চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ৯৯৯ কল দিয়ে ফায়ার সার্ভিসকে নিশ্চিত করলে লাকসাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেন। এর আগে স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেন।
FWB মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, আমি সরকারি যে ইউনিটে থাকি তার পেছনের খালি জায়গাটিতে আমার ব্যক্তিগত অর্থায়নে এ ঘর নির্মাণ করি। কিন্তু কিভাবে আগুন লাগল সেটাই বুঝতে পারছি না,আমার সব জিনিসপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি যা ভালো মনে করেন বান্দার ভালোর জন্যেই করেন।