২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ১৮৭ জনের। মৃত্যু ০৫

✒️ মহানগর ডেস্ক
আজ ১লা জুলাই কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৮৭জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯২জন। আজকের রিপোর্টে পাঁচজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৮২জনে দাঁড়ালো।

গতকাল ১লা জুলাই বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৬০৭। সর্বমােট নমুনা প্রেরন: ৮৫,৭০২। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৫৮৩। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮৪,৪৪৩

গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৮৭। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি- ৯৬ আদর্শ সদর- ০৭ সদর দক্ষিণ- ০১ বুড়িচং- ০৭ ব্রাহ্মণপাড়া- ০২ চান্দিনা- ০৯ চৌদ্দগ্রাম- ০৭ দেবিদ্বার- ০৬ দাউদকান্দি- ০৩ লাকসাম- ০৫ লালমাই- ০৪ বরুড়া- ০৯ মনোহরগঞ্জ- ০১ মুরাদনগর- ০৭ তিতাস- ১১ হোমনা- ১১ মেঘনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৪,৪৯২। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৩২.১%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৫০। সিটি- ৪৮ দেবিদ্বার- ০২

সর্বমােট সুস্থ: ১১,৮০০। গত ২৪ঘন্টায় মৃত: ০৫। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০৪। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: চৌদ্দগ্রাম- ০১ (পুরুষ, ৮৫ বছর) সিটি- ০১ (মহিলা, ৬৫ বছর) সদর দক্ষিণ- ০১ (পুরুষ, ৬৪ বছর) বরুড়া- ০১ (পুরুষ, ৭০ বছর) নাঙ্গলকোট- ০১ (মহিলা, ৪৫ বছর)

সর্বমােট মৃত: ৪৮২। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১১৪। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৬

আরো দেখুন
error: Content is protected !!