[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পোলট্রি ফিডসহ চুরি হওয়া ট্রাক উদ্ধার

✒️মহানগর ডেস্ক
কুমিল্লায় পোলট্রি ফিডবাহী ট্রাক চুরির ২০ দিন পর চাঁদপুর থেকে খাদ্যসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে বুধবার রাতে ট্রাকটি উদ্ধার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানান।

তিনি জানান, গত ১০ জুন রাতে ৪১৫ বস্তা পোলট্রি ফিড নিয়ে ট্রাকটি মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে রওনা দেয়। এরপর সদর দক্ষিণ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ছন্দু হোটেলের সামনে ট্রাক রেখে চালক ও হেলপার খেতে যান। বের হয়ে দেখেন ট্রাক নেই।

১৪ জুন এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন ট্রাকের মালিক বাবুল মজুমদার।

এরপর বুধবার রাতে হাজীগঞ্জ থেকে ৩৯৬ বস্তা পোলট্রি ফিডসহ ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা চালক পালিয়ে গেলেও তার হেলপার ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!