১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৭১

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৭১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১১,৫১১ জন। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৯.০%।

এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৫৩।

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২

উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:
সিটি- ০২ (পুরুষ, ৭৬ বছর)
(পুরুষ, ৭০ বছর)
দেবিদ্বার-০১ (পুরুষ, ৪৬ বছর)

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে-
সিটি কর্পোরেশন-৪৬
আদর্শ সদর- ১
দেবিদ্বার- ৫
দাউদকান্দি- ১
বুড়িচং- ৫
ব্রাহ্মণপাড়া- ১
চৌদ্দগ্রাম- ৫
লাকসাম- ৩
বরুড়া- ২
মুরাদনগর- ২
মুরাদনগর- ১

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১,৫১১ জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ৩৫৩ জন। নতুন ৪২ জনসহ মোট ৯২৪২ জন সুস্থ্য হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ৬৫,৩০৮ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ৬৪,৪২৩ জনের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ২৯৯, এদের মধ্যে নতুন সনাক্ত: ০০ জন।

আরো দেখুন
error: Content is protected !!