কুমিল্লায় করোনা শনাক্ত ২৩ জনের।
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ০৯জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৩জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৮০জন। আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়নি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪৪জনে দাঁড়ালো।
গতকাল ০৮জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২০৬।সর্বমােট নমুনা প্রেরন: ৭৭,৩৯৬। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৩৮।সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৭,১৫২। গত ২৪ঘন্টায় শনাক্ত: ২৩। সিটি- ০৬ সদর দক্ষিণ- ০২ বুড়িচং- ০১ চান্দিনা- ০১ দেবিদ্বার- ০২ লাকসাম- ০১ লালমাই- ০১ নাঙ্গলকোট- ০৬ বরুড়া- ০১ মনোহরগঞ্জ- ০১ মুরাদনগর- ০১
সর্বমােট শনাক্ত: ১২,৯৮০। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৯.৭%। গত ২৪ঘন্টায় সুস্থ: ২৫। সিটি- ২০ চান্দিনা- ০৫
সর্বমােট সুস্থ: ১০,৮১৩। গত ২৪ঘন্টায় মৃত: ০০। সর্বমােট মৃত: ৪৪৪। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১১৭। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০