কবি: রফিকুল ইসলাম’র কবিতা- “একটি বিকেলের অপেক্ষা ”
একটি বিকেলের অপেক্ষা ”
-রফিকুল ইসলাম
সূর্যটাকে উত্তাপে ঝলসাতে দেখেছি
স্বপ্নবোনা কামনার বাগান
নরম রোদে প্রেয়সীর নাকফুল ছুঁয়ে যাওয়া
একটি বিকেলের কত যে অপেক্ষা
বন্ধুর আড্ডায় জোনাকি প্রলুব্ধ সন্ধ্যা।
কত অপেক্ষা— ভরাবসন্তের পথ চেয়ে
আগামী কোন শুভক্ষণ কোন হলুদ খামে
সুখানুভূতির স্বপ্নমাখা চোখে
এখন বর্ষা নামে।
বসন্তকে ডেকে অসমাপ্ত মুহূর্তে
ঝরে যাবে কেউ,
ঝরা পাতার মতো ছিল ভাবান্তর,
গন্ধহীন ফুলবসন্ত;
এখন ভেজা পোশাকের ঘ্রাণে
শতবর্ষা অবিশ্রান্ত।
অবিন্যস্ত মেঘে ছেঁয়ে আছে
শহরের আকাশ
শহর জুড়ে বৃষ্টি,
বাড্ডা রামপুরা গুলশানের রাস্তায়
বৃষ্টি ফোঁটাগুলি অভিমানে
ভেঙে পড়ছে জানালায়,
সময়ের শূন্যতায় স্বপ্নেরা
ঝুলছে শহরের ছাদে
বৃষ্টির বিচ্ছেদে উজ্জ্বল রঙধনু—
আবিষ্ট দৃষ্টিতে ঝলমল করছে ।
নির্বিবাদে বৃষ্টির মতো
ঝরে পড়ছে রাত আঁধারে
অসমাপ্ত স্বপ্নগুলো ঝিকমিক তারার মতো
লটকে রয়েছে স্বচ্ছ জলে- মাছের চোখে
চোখ দু’টি আজও বন্ধক দিতে পারিনি,
সুখানুভূতির কোন বন্দরে।
নতুন বাজার,
বাড্ডা ঢাকা
৬/৬/২০২১ ইং