৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ৮৭ জনের। মৃত্যু ০৪

✒️মহানগর ডেস্ক
গতকাল ২৫জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ৮৭জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১০জন।আজকের রিপোর্টে ০৪জনের মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৬৭জনে দাঁড়ালো।

গতকাল ২৫ জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ১৪৩। সর্বমােট নমুনা প্রেরন: ৮২,২৯৩। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৪৪৫। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮১,৭০৩।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার গত ২৪ঘন্টায় শনাক্ত: ৮৭। সিটি- ৫০ আদর্শ সদর- ০১ সদর দক্ষিণ- ০২ বুড়িচং- ০১ ব্রাহ্মণপাড়া- ০২ চান্দিনা- ০৩ চৌদ্দগ্রাম- ১০ দেবিদ্বার- ০২ দাউদকান্দি- ০৭ লাকসাম- ০২ লালমাই- ০১ বরুড়া- ০৩ মনোহরগঞ্জ- ০১ তিতাস- ০১ হোমনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,৭১০। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১৯.৬%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৬৮। বুড়িচং- ১১ ব্রাহ্মণপাড়া- ১৯ চান্দিনা- ১০ মুরাদনগর- ০৮ তিতাস- ২০

সর্বমােট সুস্থ: ১১,৫১২। গত ২৪ঘন্টায় মৃত: ০৪। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০৩। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

সিটি- ০১ (পুরুষ, ৬০ বছর) সদর দক্ষিণ- ০১ (পুরুষ, ৭৫ বছর) নাঙ্গলকোট- ০১ (পুরুষ, ৭৫ বছর) মুরাদনগর- ০১(মহিলা, ৩৮ বছর)

সর্বমােট মৃত: ৪৬৭। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৪১ এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩

আরো দেখুন
error: Content is protected !!