কুমিল্লা দেবিদ্বারে সাঁতার কাটার সময় যুবকের মৃত্যু
✒️মহানগর ডেস্ক
কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের শ্যালক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন চত্বরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রাণহানির ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম মিনহাজুল আবেদন স্নিগ্ধ। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) ছমি উদ্দিন।
ইউএনও রাকিব বলেন, ‘শুক্রবার বেলা দেড়টায় আমার স্ত্রীর আপন ভাই রুদ্র ও তার চাচাতো ভাই স্নিগ্ধ গোসল করতে পুকুরে নামে। এ সময় তারা সাঁতার নিয়ে প্রতিযোগিতা শুরু করে।
‘স্নিগ্ধ ও রুদ্র একবার সাঁতার কেটে পুকুরের ওই পাড়ে যায়। পরে ফিরে আসার সময় হঠাৎ করে স্নিগ্ধ পুকুরের পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্নিগ্ধকে মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকরা ধারণা করছেন স্নিগ্ধ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ রংপুরে বাড়িতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।