[gtranslate]
১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় চলন্ত ট্রেনে পা’থর নিক্ষেপ, রেল কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে মনোয়ার হোসেন নামের এক রেল কর্মী আহত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) রাতে উপজেলার গুনবতী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জানান, রাতে ৮টার পর ট্রেনটি গুনবতী রেলস্টেশনে প্রবেশের সময় দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে।

এসময় একটি পাথর ট্রেনের কর্তব্যরত গার্ডের মাথায় লেগে মাথা ফেটে যায়। পরে ট্রেন গুনবতী রেলস্টেশনে থামলে তাকে চিকিৎসা দেওয়া হয়।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!