২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

মাহফুজ নান্টু
স্থানীয়রা জানান, লাকসাম উপজেলার ডুরিয়া বিষ্ণুপুর এলাকার একটি জমিতে মাটি খুঁড়তে গিয়ে তারা গ্রেনেডটি পান। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে লাকসাম থানার পুলিশ গিয়ে গ্রেনেডটির চারপাশে নিরাপত্তা বেস্টনী দিয়ে ঘিরে রাখে।

কুমিল্লার লাকসামে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। সেটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, লাকসাম উপজেলার ডুরিয়া বিষ্ণুপুর এলাকার একটি জমিতে মাটি খুঁড়তে গিয়ে তারা গ্রেনেডটি পান। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে লাকসাম থানার পুলিশ গিয়ে গ্রেনেডটির চারপাশে নিরাপত্তা বেস্টনী দিয়ে ঘিরে রাখে।

বিষয়টি নিয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, গ্রেনেডটিতে মরিচা পড়া। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনযুদ্ধের সময় অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় গ্রেনেডটি।

তিনি আরও জানান, গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানোর জন্য সেনাবাহিনীকে চিঠি দেয়া হয়েছে। এটি এখন থানায় নেয়া হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!