কুমিল্লায় বনবিভাগের অভিযানে লক্ষাধিক টাকার গামারী কাঠ জব্দ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা বন বিভাগের অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যমানের গামারী কাঠ জব্দ করা হয়েছে।
সোমবার ভোরে কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলীর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর মিয়াবাজার থেকে অনুসরন করে সদর দক্ষিন উপজেলার সামনে থেকে অভিনব কায়দায় লুকানো একটি ছোট ঢাকা মেট্রো-ন ১৪-৭৬৪০ নাম্বারেে কাভার্ডভ্যান সহ বিপুল পরিমাণ গামারী কাঠ জব্দ করে সুয়াগাজী ফরেষ্ট চেক স্টেশন এর স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সহকারী স্টেশন কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী সরকার ও আসাদুজ্জামান খান , আবু সালিম,ফরেষ্ট গার্ড মাসুদ আলম মোল্লা সহ অন্যান্যরা।
এ বিষয়ে স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া অবৈধভাবে অভিনব কায়দায় গামারী কাঠ পাচারকালে সদর দক্ষিন উপজেলার সামনে থেকে একটি কাঠ বোজাই ড্রামট্রাম জব্দ করা হয়। বন বিভাগের তৎপরতা দেখে ড্রামট্রাক রেখে আসামীরা পালিয়ে যায়।
আমাদের কাছে তথ্য ছিল এই নম্বরের গাড়ি করেই কাঠ পাচার হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করতে সক্ষম হই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।