৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লাকসামের কালিয়াচৌ এলাকায় বিআরটিএ পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহার মিয়া ( ৫০) ও তার শাশুড়ী। তারা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে।

লাকসাম হাইওয়ে ফাঁড়ির এসআই জসীমউদ্দীন দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন সকাল সাড়ে সাতটার দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো দুজন যাত্রী আহত হয়েছে।

নিহতদের মরদেহ লাকসাম হাইওয়ে থানার রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!