কুমিল্লায় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সৈয়দ বদরুদ্দোজা টিপু
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে জেলার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ২০ কেজি গাঁজা ও কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে ৭শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশের এস আই শাহীন কাদির সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নালঘর এলাকা অভিযান চালায়।
এসময় চৌদ্দগ্রাম থেকে আগত একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজি চালাক দৌড়ে পালানোর চেষ্ঠা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। পরে সিএনজিটি তল্লাসী চালিয়ে বস্তায় রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউসুফ (২৫), সে চৌদ্দগ্রাম উপজেলার কিং সফুরা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এদিকে গোয়েন্দা পুলিশের আরেকটি দল কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭শত পিস ইয়াবাসহ ইমাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।