২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ভারত সীমান্ত থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

✒️ মহানগর ডেস্ক 🔴
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার ভারত সীমান্তবর্তী নাটাপাড়া থেকে খালের পানিতে ভাসমান এক অজ্ঞাতনামা নারীর (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারী সনাতন ধর্মাবলম্বী বলে বৈঠক সূত্রে জানা গেছে।

চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্ত ফাঁড়ি বিজিবির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, নাটাপাড়া সীমান্তের নিকটবর্তী ভারতের রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন ২১০৬-০৭ পিলারের মাঝামাঝি একটি খালের পানিতে বুধবার বেলা ১১টার দিকে এক নারীর লাশ দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় এলাকার লোকজন।

সেখানে গিয়ে লাশটি দেখার পর তা উদ্ধার নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। পরে লাশটি কে নিবে এ নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। লাশটি হিন্দু নারীর বলে নিশ্চিত হওয়া গেছে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের পরিদর্শক পরম জিৎ, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা সাংবাদিকদের বলেন, পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

আরো দেখুন
error: Content is protected !!